• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই সনদ ও গণহত্যার বিচার চেয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

   ১৬ জুন ২০২৫, ০২:০২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই জুলাইয়ে গণহত্যার বিচারের দাবিতে ঢাবিতে সংবাদ সম্মেলন করেছে ইনকিলাব মঞ্চ।

সোমবার (১৬ জুন) বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ঘোষণা জন্য যে ৩০ দিন সময় নিয়েছিল তা শেষ হবে আগামী ২৫ জুন। জুলাই সনদ ঘোষণা জন্য আর ৯ দিন বাকি থাকলেও উপদেষ্টা পরিষদের জুলাই সনদ নিয়ে ফরমালি একটা মিটিংও হয়নি বলে আমরা জানতে পেরেছি।

গণহত্যার বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাইয়ে গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার না করে যদি নির্বাচন করা হয় আমরা ড. ইউনূসকে ইতিহাসের শ্রেষ্ঠ গাদ্দার ঘোষণা করবো।

এসময় জুলাই সনদের বিষয়বস্তুতে ইনকিলাব মঞ্চ ১৩টি প্রস্তাবনা দেয়। প্রস্তাবনাগুলো হলো—

১. ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ এর ঐতিহাসিক সংগ্রাম ও এই সংগ্রামে জীবন দেওয়া সব শহীদদের রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করতে হবে।

২. যে সসব জুলাই যোদ্ধাদের স্থায়ীভাবে অঙ্গহানি ঘটেছে, তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 

৩. ফ্যাসিবাদী আমলে সংগঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪ এই তিন ভোটারবিহীন অবৈধ নির্বাচনকে বাতিল করে তৎকালীন নির্বাচন কমিশনের সদস্য ও সংশ্লিষ্ট অন্যান্য দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। 

৪. ফ্যাসিবাদী আমলের মন্ত্রী-এমপি ও দোষী আমলাসহ সব রাষ্ট্রীয় কর্মচারীদের বিচারের আওতায় এনে তাদের অবৈধ পন্থায় উপার্জিত সব সম্পদ জব্দ করে তা জুলাইয়ের শহীদ ও আহতদের কল্যাণে ব্যয় করতে হবে। 

৫. দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা ও মর্যাদা রক্ষার প্রশ্নে ভারতীয় আধিপত্যবাসহ সব আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ সব রাজনৈতিক দল ও শক্তিগুলোকে দৃঢ় অবস্থান নিশ্চিত করতে হবে।

৬. রাষ্ট্রযন্ত্র কর্তৃক সংগঠিত জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করে এই গণহত্যার সঙ্গে জড়িত দেশি-বিদেশি সব অপশক্তিকে চিহ্নিত করতে হবে।

৭. রাষ্ট্র কাঠামোর এমন মৌলিক সংস্কার করতে হবে যাতে, আমাদের সামাজিক-সাংস্কৃতিক পরিস্থিততে আর কোনোদিন ফ্যাসিবাদ আর ফিরতে না পারে এবং ভবিষ্যতেও কেউ যেন আর স্বৈরতান্ত্রিক ক্ষমতা চর্চা করতে না পারে।

৮. ঐতিহাসিক ৩৬ জুলাইকে আমাদের জাতীয় মুক্তি দিবস ঘোষণা করতে হবে। 

৯. এই সনদে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের নিরিখে বৈষম্যবিরোধী ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করতে হবে। 

১০. সংবিধান থেকে জনবিরোধী ও জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক সব ধারা উপধারা বাতিল করে জুলাই সনদকে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 

১১. ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সব দল, মত এবং লিঙ্গের ন্যায্য শরিকানা নিশ্চিত করতে হবে। যেখানে বলা হবে- আমরা বাংলাদেশের জনগণ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থান সম্পন্ন করেছি।

১২. জুলাই সনদের ভাষাগত দুর্বধ্যতা পরিহার করে আপামর জনসাধারণের জন্য তা সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হবে। 

১৩. জুলাই সনদ চূড়ান্ত করার পূর্বে জনগণের মতামতের জন্য তা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম