• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিশুদের মাঝেই খুঁজতে হবে নতুন বাংলাদেশের ঠিকানা : গয়েশ্বর

   ১৭ জুন ২০২৫, ০৩:১২ পি.এম.
প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায়

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি ভবনের সেমিনার হলে শুরু হয়েছে বাংলাদেশ জিয়া শিশু একাডেমী আয়োজিত ১৩তম জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতা ‘শাপলাকুঁড়ি ২০২৫’-এর চূড়ান্ত পর্ব। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।

মঙ্গলবার(১৭ জুন) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও একাডেমীর পৃষ্ঠপোষক গয়েশ্বর চন্দ্র রায়। এসময় তিনি বলেন, “শিশুদের মাঝেই আজ এবং আগামীর বাংলাদেশ।

বাবু গয়েশ্বর বলেন, গত ১৭ বছর ধরে আমাদের শিশুদের প্রকৃত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চা থেকে বঞ্চিত করা হয়েছে। কৃত্রিম শিক্ষা ও বিদেশি সংস্কৃতির আগ্রাসন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ফেলেছে।”

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের মাঝে খুঁজেছিলেন আগামীর বাংলাদেশের পথ। তাঁর প্রতিষ্ঠিত শিশু একাডেমী এবং শিশু পার্কের ধারাবাহিকতায় তারেক রহমান ১৯৯৯ সালে ‘শাপলাকুঁড়ি’ প্রতিযোগিতার সূচনা করেন। আজ এই প্রতিযোগিতার মাধ্যমে ক্ষুদে শিল্পীরাই দেশ-বিদেশে তুলে ধরছে বাংলাদেশের কৃষ্টি ও সাংস্কৃতিক ঐতিহ্য।

বিএনপির এই নেতা বলেন, নতুন প্রজন্মের মাঝে সৃজনশীলতা, দেশপ্রেম ও সাংস্কৃতিক চেতনার বীজ বপন করতে হলে, এই ধরনের প্রতিযোগিতা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা জরুরি। কারণ, শিশুদের মাঝেই খুঁজে পাওয়া যাবে নতুন বাংলাদেশের ঠিকানা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর মহাপরিচালক এম. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, 'শাপলাকুঁড়ি' থেকে উঠে আসা উপস্থাপিকা বুহানী সালসাবিল লাবণ্য, এবং ইঞ্জিনিয়ার মুহাম্মদ আনিসুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমীর পরিচালক সামিনা আখতার।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত