• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইউআইইউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

   ২১ জুন ২০২৫, ০১:৩১ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

একাধিক দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে নতুন বাজার এলাকায় সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়ে স্কুল-কলেজ-অফিস-কর্মস্থলগামী মানুষেরা।

শনিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা নতুন বাজার এলাকায় ভাটারা থানার সামনের রাস্তায় অবরোধ করে রেখেছেন। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল আটকে রেখেছেন পুলিশ সদস্যরা। এতে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডগামী রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।  কোনো উপায় না পেয়ে কর্মস্থলগামী এবং বিভিন্ন গন্তব্যের যেতে চাওয়া লোকজন যানবাহন থেকে নেমে হেঁটে যাচ্ছেন।  

ভুক্তভোগীরা জানান, এই সড়ক সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যানবাহন না পেয়ে তাদের হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে।

ভুক্তভোগী অনিক হাওলাদার বলেন, স্ত্রী ও সন্তান নিয়ে দুর্ভোগ পড়ছি। পারিবারিক গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছিলাম।  কিন্তু এখন এখানে এসে দেখি এই অবস্থা। বাধ্য হয়ে ফিরতে হচ্ছে।  

মতিঝিল যেতে চাওয়া একটি বাসের যাত্রী সৈয়দ মোহাম্মদ ফয়সাল বলেন, সড়ক তো বন্ধ আন্দোলনের কারণে, এখন হেঁটে যেতে হচ্ছে। গরমও অনেক এর মধ্যে হেঁটে যাওয়া খুব কষ্টকর। রাস্তায় কেন যেন এত দাবি-দাওয়ার জন্য আন্দোলন চলে, এতে যে আমাদের কষ্ট হয় তা কেউ বোঝে না।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। সকাল থেকে সড়ক অবরোধের কারণে সাধারণ জনগণ উত্তেজিত হয়ে গিয়েছিল। পরে তাদের শান্ত করার জন্য শিক্ষার্থীদের আমরা একপর্যায়ে অনুরোধ করে সড়ক থেকে সরিয়ে দিই। এর কিছুক্ষণ পরে আবারও তারা সড়ক অবরোধ করেন। বর্তমান অবরোধ চলমান আছে এবং কুড়িল থেকে রামপুরাগামী সড়কটি অবরোধের কারণে যান চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, তাদের আন্দোলন স্থগিত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের দাবি-দাওয়া মেনে নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, পুলিশ তাদের ওপর হামলা করেছে। পুলিশ কোনো গ্রুপকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ওপর চড়া হয়েছে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ