• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

স্বাস্থ্যসেবা ও পরিবহন উন্নয়নে চার দফা দাবিতে ইবি শিক্ষার্থীরা

   ২২ জুন ২০২৫, ০৭:০২ পি.এম.

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবা ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে উপাচার্য বারাবর চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (২২ জুন) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ স্মারকলিপি গ্রহণ করেন উপাচার্য অধ্যাপক ড.  নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ। শিক্ষার্থীদের পক্ষে এই স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীদের প্রতিনিধি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল।

স্মারকলিপিতে উত্থাপিত চার দফা দাবিগুলো হলো:

১.বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন।

২. বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট সিট সার্বক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা।

৩. পরিবহন পুল থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণ এবং চালক ও সহকারীদের নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনা।

৪. পরিবহন সংকট নিরসনে জরুরিভিত্তিতে নতুন যানবাহন সংযোজন।

উক্ত স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবির বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষার্থীরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ শিক্ষাজীবন উপভোগ করতে পারবে।

এ বিষয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী তানভীর মাহমুদ মন্ডল বলেন, সম্প্রতি কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রাশেদুল ইসলাম নিহত হয়েছে। এর আগে আমাদের বিভাগের মনিরুল ইসলাম নিহত হয়। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হয়। কিছুদিন আগে ক্যাম্পাসের বাস উল্টে প্রায় বিশের অধিক শিক্ষার্থী আহত হয়। এরই প্রেক্ষিতে আমরা আজ মাননীয় উপাচার্য বরাবর চার দফা দাবি পেশ করেছি। সেখানে প্রক্টর স্যার উপস্থিত ছিলেন। তিনি সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত সমস্যাগুলো সমাধানের তাগিদ দেন। উপাচার্য স্যার আমাদের আশ্বস্ত করেছেন খুব দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, শিক্ষার্থীরা খুবই যৌক্তিক কিছু দাবি উত্থাপন করেছে৷ কয়েকদিন আগেও আরবি ভাষা ও সাহিত্যের শিক্ষার্থী বাস -ট্রাক দুর্ঘটনায় নিহত হয়েছে। এর আগেও এমন দুঃখজনক ঘটনা ঘটেছে। এ দাবি গুলো নিয়ে দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মো. সামিউল ইসলাম/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ