• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর : আমিনুল

   ২২ জুন ২০২৫, ০৭:১২ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি- ভিওডি বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, গত ১৭ বছর ধরে আওয়ামী স্বৈরাচার যে জুলুম ও নির্যাতন চালিয়েছে তা ভুলে গেলে চলবে না। সেই ইতিহাস যারা মনে রাখে, তাদের পক্ষে আওয়ামী লীগের সঙ্গে মিশা তো দূরের কথা, এমনকি তাদের চেহারাও দেখা পাপ।

রোববার (২২ জুন) দুপুরে দক্ষিণখান ও বিমানবন্দর এলাকায় অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে যারা নির্যাতিত, নিপীড়িত এবং যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছে তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে। সদস্য পদ নবায়নে তাদের অগ্রাধিকার থাকবে।তবে যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগ করেছে, যাদের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ ছবি রয়েছে তাদের সদস্য পদ নবায়ন করা যাবে না।

তিনি অভিযোগ করে বলেন, অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত নির্বাচনের আশা করা হলেও দেশি-বিদেশি ষড়যন্ত্রে তা বিলম্বিত হচ্ছে। আওয়ামী প্রেতাত্মারা নির্বাচন ঠেকাতে এখনও তৎপর। অথচ গত ১৫ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। মানুষ এখন ভোট দিতে চায়। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের পর জনগণের মধ্যে আশার আলো জেগেছে। আমরা আশাবাদী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বিএনপি একটি মানবিক বাংলাদেশ গঠনে কাজ করছে। দলে অনিয়মকারী, লুটপাটকারী বা চাঁদাবাজদের কোনো স্থান নেই। এমন কাউকে সদস্য করা হলে তার দায় সংশ্লিষ্ট নেতাকেই নিতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদার এবং বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু ও বিমানবন্দর থানা বিএনপি যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, এম কফিল উদ্দিন আহমেদ, মুহাম্মদ আফাজ উদ্দিন, উত্তর বিএনপি সদস্য আলী আকবর আলী, মোতালেব হোসেন রতন, হাফিজুল হাসান শুভ্র, রফিকুল ইসলাম খান, মনিরুল ইসলাম রাহিমী, আহসান হাবীব মোল্লা, দক্ষিণখান থানা বিএনপি যুগ্মআহবায়ক মতিউর রহমান মতি, দেওয়ান নাজিম উদ্দীন, মোঃ শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার, দক্ষিণখান থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বিমানবন্দর থানা যুগ্ম আহবায়ক মোঃ আসলাম, মহিউদ্দিন তারেক, শরীফ উল্লাহ জাহিদ, জালাল আহমেদ, বশির আহমেদ,মাসুদ খান, মোঃ মোস্তফা, তুরাগ থানার সদস্য আব্দুল আলী, উত্তরা পশ্চিম থানা বিএনপি যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন শিশির, ৪৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি হযরত আলী, বিমানবন্দর থানা বিএনপির সাংগঠনিক ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক রানা হোসেন রুবেল প্রমুখ নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম