• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

   ২৪ জুন ২০২৫, ০৭:৩৩ পি.এম.
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক
পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের বাজারে সবকটি সূচকের উত্থান হয়েছে, বেড়েছে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। 

সারাদিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস ৭ এবং বাছাইকৃত কোম্পানির ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৮ পয়েন্ট।

লেনদেনে অংশ নেয়া ৪০১ কোম্পানির মধ্যে ২৩৬ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৯২ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭৩ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড তিন ক্যাটাগরিতেই দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির। বিশেষ করে লভ্যাংশ দেয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরির ২২৩ কোম্পানির মধ্যে ১৪৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৩ এবং অপরিবর্তিত আছে ৩৭ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ৫০ কোম্পানির ৩৬ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। লাভেলো সর্বোচ্চ ১৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।

সারাদিনে ডিএসইতে ৩৭২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৭৬ কোটি টাকা। ১০ শতাংশ দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস এবং ৭.৬৯ শতাংশ দাম কমে তলানিতে জিএসপি ফাইন্যান্স।

চট্টগ্রামেও উত্থান

ঢাকার মতো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হয়েছে, সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। লেনদেন হওয়া ১৯৭ কোম্পানির মধ্যে ১২৫ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ৪৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ২৭ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট ২৯ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসে ছিল ১১ কোটি ৮৩ লাখ টাকা। ১০ শতাংশ দাম বেড়ে সিএসইতে শীর্ষে রংপুর ফাউন্ড্রি এবং ৯ শতাংশের ওপর দর হারিয়ে তলানিতে ইস্টার্ন ইনস্যুরেন্স।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে মঙ্গলবার
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর
ডলার বিক্রি না করার কারণ জানালেন গভর্নর