সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক
সকল কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে তাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, সাবেক সিইসি নুরুল হুদার গ্রেপ্তারের পর কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তারের খবর প্রকাশিত হয় । ২২ জুন রাজধানী থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে বলে গুঞ্জন ওঠে। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলেও গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে সে সময় ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেনি।
ভিওডি বাংলা/ডিআর