• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মবের রানি শেখ হাসিনা: ফারুক

   ২৫ জুন ২০২৫, ০২:৩৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জ্যেষ্ঠ প্রতিবেদক

বাংলাদেশে যে মব সৃষ্টি হচ্ছে সেই মবের রানি হচ্ছেন শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ  জয়নুল আবদিন ফারুক।
 
বুধবার (২৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে,"গণতন্ত্র ফোরাম"এর আয়োজনে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও 'মব' সংস্কৃতির হোতাদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদী যুব সমাবেশ তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সুশীল সমাজের কাছে প্রশ্ন রাখতে চাই এই মব কে সৃষ্টি করেছে? মবের পক্ষে আমরা না। আইন হাতে তুলে নেওয়ার অনুমতি কাউকে দেওয়া হয় নাই। কিন্তু সেদিন ইশরাকের নির্বাচনী প্রচারণায় কাওরান বাজারে খালেদা জিয়াকে যারা মেরে ফেলতে চেয়েছিল সেদিন মাস্টার মাইন্ড  মবের রানি শেখ হাসিনা কোন কর্ণপাত করেনি।

এ সময় হাসিনাকে মবের রানি ও মবের প্রকৃত মাস্টারমাইন্ড বলে আখ্যা দেন তিনি।

বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা এই মব সৃষ্টিকারীদের কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। শুধু তাই নয় তাদেরকে আইনের আওতায় আনার জন্য বলেছেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিরোধী দলের সাবেক এই চিপ হুইপ বলেন, কোথায় হারুন, কোথায় বিপ্লব, আপনার আইজি, আপনার কমিশনার, গোয়েন্দা সংস্থা থাকা সত্ত্বেও কেন এখনো তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন।

সংগঠনের সভাপতি আলহাজ্ব ভিপি ইব্রাহিম এর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড.আব্দুল সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ, আনোয়ার হোসেন বুলু,তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, ইসমাইল সিরাজী প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান