• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খেলাফত মজলিস

সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন করতে হবে

   ২৬ জুন ২০২৫, ০৯:০৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের আকাঙ্ক্ষা ও ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে। মূলনীতিতে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে নির্বাচনে অর্থ ও পেশীশক্তির দাপট বন্ধে স্থায়ী বন্দোবস্ত থাকতে হবে।

বুধবার(২৫ জুন) রাতে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ ১৬ বছর যাবত লুটপাট, গুম, হত্যা, নির্যাতন ও গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। ঐকমত্যের ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ চূড়ান্ত করে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করতে হবে। জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্নের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে হবে।

বৈঠকে নেতারা ঐক্যের উপর জোর দিয়ে বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি যাতে আর সংগঠিত হতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আধিপত্যবাদ বিরোধী দেশপ্রেমিক ইসলামী শক্তির সুদৃঢ় ঐক্য অটুট রাখতে হবে। প্রয়োজনে আসন ভিত্তিক সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে দেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা, অর্থনৈতিক সমৃদ্ধি ও জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনা সুরক্ষার স্বার্থে এই ঐক্যের বিকল্প নেই।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু প্রমুখ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত