• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপিতে সন্ত্রাসী ও চাঁদাবাজদের স্থান হবে না: আহমেদ আযম

   ২৭ জুন ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি: 

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের রাজনীতি করতে হলে কোন ধরনের সংগঠন বিরোধী কাজ করা যাবে না। কোন ধরনের চাঁদাবাজি, টেন্ডারবাজি, অনিয়ম, অনৈতিকতার আশ্রয় নেয়া যাবে না। তাহলে শুধু দল থেকে বহিষ্কার নয়, তাদেরকে আইনের আওতায় তুলে দেয়া হবে। আমরা একটি দুর্নীতি মুক্ত, একটি সুশৃঙ্খল বাংলাদেশের জন্য আমরা তারেক রহমানের নেতৃত্বে কাজ করে যাচ্ছি।

শুক্রবার (২৭ জুন) দুপুরে তার নির্বাচনী এলাকা বাসাইলে ঈদ পরবর্তী দলীয় নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস