• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এনবিআর চেয়ারম্যান অপসারণ চান না শীর্ষ ব্যবসায়ীরা

   ২৮ জুন ২০২৫, ০৩:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের অপসারণ দাবি সমর্থন করছেন না দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। তারা বলেছেন, ব্যক্তিগত অপসারণ নয়, বরং একটি দক্ষ, জবাবদিহিমূলক ও হয়রানিমুক্ত এনবিআর গঠনে কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।

শনিবার ( ২৮ জুন) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জরুরি সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের ১৩টি শীর্ষ সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এসব কথা বলেন।

তারা চলমান রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন ও এর ফলে আমদানি-রপ্তানি খাতসহ অর্থনীতিতে সৃষ্ট অচলাবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী।

তিনি বলেন, “চলমান সংকটের কারণে দেশের রপ্তানি খাতের ‘লিড টাইম’ বেড়ে যাচ্ছে, যা বৈদেশিক ক্রেতাদের মধ্যে হতাশা তৈরি করছে। এমনকি কিছু ক্রেতা অর্ডার বাতিলের হুমকিও দিয়েছেন।”

সংগঠনের নেতারা সরকারকে আহ্বান জানান, আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দ্রুত আলোচনায় বসে সমাধানের পথ বের করতে। তাদের মতে, ব্যবসা-বাণিজ্য এখন স্থবির হয়ে পড়েছে এবং ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

একইসঙ্গে তারা আন্দোলনরত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশের অর্থনীতির স্বার্থে কলমবিরতি ও শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে শর্তহীনভাবে কাজে ফিরে যেতে হবে।

উল্লেখযোগ্য উপস্থিতদের মধ্যে ছিলেন আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ, এলএফএমইএবি সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, মেট্রো চেম্বার সভাপতি কামরান টি রহমান, বিসিএমইএ সভাপতি মঈনুল ইসলাম, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আবুল কাসেম খান।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত সময়ের কাজের ফলে কাঁচামাল খালাসে বিঘ্ন ঘটছে। এতে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বন্দরের অতিরিক্ত ভাড়ায় ব্যবসায়িক ব্যয় বাড়ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব