• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপনে তথ্য মন্ত্রণালয়ের কর্মসূচি

   ২৮ জুন ২০২৫, ০৩:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সম্প্রতি এ উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশব্যাপী নানা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শনিবার (২৮ জুন) গণমাধ্যমকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি সম্পর্কে  জানানো হয়।

উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে গ্রাফিতির বই, পোস্টার এবং আলোচিত চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’ প্রদর্শন। এছাড়া, শহিদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হবে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজধানীর তথ্য ভবনে।

র‌্যালি, প্রকাশনা উৎসব ও প্রিমিয়ার শো

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালিরও আয়োজন করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর রচিত গ্রন্থ প্রদর্শনের জন্য তথ্য ভবনে আয়োজন করা হচ্ছে প্রকাশনা উৎসব। এ উৎসবেও থাকবে ঐতিহাসিক দলিল-চিত্র।

বর্ষপূর্তির অন্যতম আকর্ষণ হিসেবে ৫ জুলাই জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে হবে চলচ্চিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার প্রদর্শনী। একই সঙ্গে জেলা তথ্য অফিসসমূহের মাধ্যমে সারাদেশে ছবিটি দেখানো হবে।

গণমাধ্যমে বিশেষ আয়োজন

আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় দৈনিকসমূহে প্রকাশিত হবে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক বিশেষ ফিচার, নিবন্ধ ও ক্রোড়পত্র। পাশাপাশি, দেশব্যাপী বিলবোর্ড, পোস্টার ও ফেস্টুনের মাধ্যমে এর তাৎপর্য তুলে ধরা হবে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন এই সময় সম্প্রচার করবে বিশেষ অনুষ্ঠানমালা। এছাড়াও ‘শ্রাবণ বিদ্রোহ’ ও অন্যান্য প্রামাণ্যচিত্র সারাদেশে ধারাবাহিকভাবে প্রদর্শন করা হবে।

গ্রাফিতি ও আলোকচিত্র প্রদর্শনী, সাংবাদিক পরিবারকে সম্মাননা

তথ্য ভবন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হবে আলোকচিত্র ও গ্রাফিতি প্রদর্শনী। অভ্যুত্থানে শহিদ সাংবাদিকদের পরিবারকে সম্মাননা, বিশেষ অনুদান ও উপহার প্রদান করা হবে।

আন্তর্জাতিক সেমিনার

বর্ষপূর্তির অংশ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজনেরও পরিকল্পনা রয়েছে, যেখানে দেশি-বিদেশি গবেষক ও ইতিহাসবিদরা অংশ নেবেন।

ভিওডি বাংলা/ এমএইচপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ