• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আর্থিক দুর্নীতির দায় এড়াতে পারে না এডিবি ও আইএমএফ : ড. আনিসুজ্জামান

   ২৮ জুন ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বিগত সরকারের সময়ে হওয়া অর্থিকখাতের দুর্নীতির দায় ওয়ার্ল্ড ব্যাংক (এডিবি) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। কারণ হিসেবে তিনি বলেন, তাদের ওয়েব পেজে বাংলাদেশের অর্থিকখাত নিয়ে তখন তারা অতিরঞ্জিতভাবে নানা তথ্য উপস্থাপন করেছিলো। 

শনিবার (২৮ জুন) সকালে ঢাকা চেম্বারে ব্যাংকখাতের চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে আনিসুজ্জামান বলেন, এক প্যারাসিটামল দিয়ে যেমন সব রোগ সারে না, তেমনি বাংলাদেশ ব্যাংক শুধু পলিসি রেট দিয়ে, আর্থিকখাতের সব কিছুর সমাধান করতে পারবে না। 

সেমিনারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এজাজুল ইসলাম বলেন, সুদের হার ৯/৬-ই, ব্যাংকিংখাত ও উদ্যাক্তাদের বেশি ক্ষতি করেছে।  তবে ব্যাংক লুটপাট এবং ঋণের কিস্তি পরিশোধের সময়সীমা ঠয় মাসের পরিবর্তে তিন মাস করায় মূলত খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চার লাখ ২০ হাজার কোটিতে পৌঁছেছে বলে মনে করে ডিসিসিআই। 

প্রতিষ্ঠানটি বলছে, মোট ঋণের প্রায় ২৫ শতাংশ খেলাপি, যা বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাঁধা সৃষ্টি করছে। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (মুদ্রানীতি বিভাগ) ড. মো. এজাজুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী এবং ডিসিসিআই’র সাবেক সভাপতি মো. আশরাফ আহমেদ। এছাড়া সেমিনারে বিভিন্ন খাতের বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতা, ব্যাংকার এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
বৃষ্টির কারণে সবজির দাম কিছুটা বাড়তি
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
৫ ব্যাংকের একীভূত ইউনাইটেড ইসলামী ব্যাংক’-এর অফিসের অনুমোদন
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব