• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রিজভী

মুরাদনগরে আ.লীগ নেতার অপকর্ম বিএনপির ওপর চাপানোর চেষ্টা

   ২৯ জুন ২০২৫, ০২:৫৩ পি.এম.
রুহুল কবির রিজভী। ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘিরে স্থানীয় আওয়ামী লীগ নেতার অপকর্ম, বিএনপির ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন রিজভী।

রোববার (২৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে গঠিত উপকমিটির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ফ্যাসিবাদের দোসররা পরিকল্পিতভাবে দেশের বিভিন্ন ঘটনা পুঁজি করে সরকার ও বিএনপি নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে তিনি জানান, ১ জুলাই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবার, গুম খুনের শিকার পরিবার ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থাকবেন। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত থাকবেন।

তিনি আরও বলেন, ক্ষমতায় আসতেই হবে এটা বিবেচ্য বিষয় নয়, ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করবে বিএনপি। বৃহত্তর স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান রিজভী আহমেদ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার