• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই: বাবলু

   ২৯ জুন ২০২৫, ০৫:৫৭ পি.এম.
মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ প্রতিনিধি

সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত যারা থাকবে, মানুষের শান্তি নষ্ট করবে তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপি প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

শনিবার (২৮ জুন) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গণে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাবলু বলেন, আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমাকে এমপি নির্বাচিত করে আমি চরবাসীর ভাঙন রোধে নদীশাসনের ব্যবস্থা করব। আমার বাবা খোন্দকার দেলোয়ার হোসেনকে পাঁচবার এমপি নির্বাচিত করেছেন। তাকে আপনারা ভালোবাসতেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আমি আপনাদের মাঝে দেখতে পাচ্ছি।

মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম বিল্টুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: আমিনুল ইসলাম আমিন, জেলা জজকোর্টের অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মুহাম্মদ ইউনুস শিকদার, শহীদ জিয়া প্রজন্ম কমিটির জেলা সভাপতি জিএম এনামুল হক, থানা বিএনপির ক্ষুদ্র ও সমবায় বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ঘটু মিয়া, ঢাকা উত্তরের কৃষক দলের যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, উপজেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক চাঁন খা মাস্টার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঘুটিয়া ইউনিয়ন বিএনপি নেতা ডা: কামরুল বাচ্চু, জিয়নপুর ইউনিয়ন বিএনপি নেতা হিমু খান মেম্বার, উপজেলা যুবদলের নেতা ইছাক মিয়া,মানিকগঞ্জ জেলা শহীদ জিয়া প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের সঙ্গে প্রতারণা হবে : গোলাম পরওয়ার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার