• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অস্বচ্ছল শিক্ষার্থীকে ঢাবিতে ভর্তির ব্যবস্থা করলেন ছাত্রদল নেতা

   ২৯ জুন ২০২৫, ০৯:৩৫ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

ভর্তি পরীক্ষায় সুযোগ পেয়েও অর্থাভাবে থমকে গিয়েছিল এক মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে পা রাখার সব প্রস্তুতি শেষ, কিন্তু পারিবারিক অস্বচ্ছলতার দরুণ সামনের দেয়ালটা টাকার—যা পেরোনো তার পক্ষে অসম্ভব ছিল। ঠিক তখনই হাত বাড়িয়ে দিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক ইব্রাহিম খলিল।

রোববার (২৯ জুন) সেই শিক্ষার্থীর ভর্তি হতে হল, বিশ্ববিদ্যালয় ও বিভাগে ধার্য পুরো অর্থই তার হাতে তুলে দেন এ ছাত্রদল নেতা।

এর আগে, ওই শিক্ষার্থীর আর্থিক দুরাবস্থার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমানদের ফেসবুক গ্রুপ ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২’-এ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পোস্ট করলে দৃষ্টিগোচর হয় ছাত্রদল নেতা ইব্রাহিমের। পরে তিনি তাকে সহায়তার সিদ্ধান্ত নেন।   

এ বিষয়ে ইব্রাহিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অধিক খরচের চাপ গ্রাম থেকে উঠে আসা অনেক শিক্ষার্থীই বহন করতে পারে না। অনেক বিভাগে ভর্তির জন্য অযৌক্তিকভাবে অতিরিক্ত টাকা নেয়া হয়। যা শিক্ষার্থীর জন্য একটা প্রতিবন্ধকতা। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমি ভাই হয়ে আরেক ভাইয়ের পাশে দাঁড়িয়েছি মাত্র। ভবিষ্যতেও এ ধরনের কাজ অব্যাহত রাখতে চাই।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না—এটা ভাবার কারণ নেই: ফখরুল
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
এখন লন্ডন থেকে এনসিপিকে ভয় দেখানো হয় : পাটওয়ারী
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান