• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আগস্টে ডাকসু নির্বাচন, আগামী সপ্তাহে তফসিল

   ৩০ জুন ২০২৫, ১২:১১ পি.এম.
ডাকসু ভবন। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অবশেষে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। আগামী সপ্তাহে ঘোষণা হবে নির্বাচনি তফসিল। ৩৬ কার্যদিবসের মধ্যে নির্বাচন ও ফলাফল ঘোষণার পরিকল্পনা চূড়ান্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে, আগস্টের মধ্যেই ডাকসু নির্বাচন আয়োজনে পুরোপুরি প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো চাপ বা চ্যালেঞ্জ নেই বলেও জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ‘ডাকসু নির্বাচন ২০২৫’-এর একটি খসড়া তফসিল তৈরি করেছে। এই তফসিল অনুযায়ী ১৫টি ধাপে সম্পন্ন হবে পুরো নির্বাচনপ্রক্রিয়া। এর মধ্যে রয়েছে নির্বাচনি আচরণবিধি প্রকাশ, ভোটার তালিকা হালনাগাদ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই, আপিল ও শুনানি, চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এবং ১২ দিনব্যাপী প্রচার। নির্বাচনের দিন ভোটগ্রহণ, গণনা ও ফলাফল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ প্রক্রিয়া।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ইবির আরও ৯ শিক্ষক বরখাস্ত
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
ইবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ
বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে বিজয় র‌্যালি আজ