• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’

   ১ জুলাই ২০২৫, ০৫:২৭ পি.এম.
সিফাত নুসরাতের নতুন বই ‘অগ্নিকন্যা’

‘অগ্নিকন্যা’ বইটি নিয়ে সিফাত নুসরাত সোশ্যাল মিডিয়ায় করা এক পোস্টে জানান, সবাই সালাম গ্রহণ করবেন, আশা করি সবাই ভালো আছেন? আমাকে কিছুতে পাওয়া যাচ্ছিল না কেন?

নতুন প্রজন্মের লেখিকা সিফাত নুসরাত। এবার তার লেখা বই ‘অগ্নিকন্যা’ প্রকাশ হতে যাচ্ছে। প্রকাশের আগেই বইটি পড়তে আগ্রহ প্রকাশ করে নানা শ্রেণির পাঠক। এর আগে তার লিখা ‘রুহী দিলরুবা কোথায়?’ বইটি সাবার মাঝে আলোড়ন সৃষ্টি করে।


আমি কোন উদ্দেশ্য ছাড়া বা কাজের পারপাস ছাড়াও জীবনে অনেক কম কাজে সময় দিয়েছি , এখনো তাই, বেশ কিছুদিন ঘোড়া নিয়ে দৌড়াদৌড়ি দেখে বেশ প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। অনেকে আবার প্রশংসাও করেছেন, ঘোড়া চালানো শিখতে চেয়েছেন, বিষয়টা আমার তখন খুবই ভালো লাগতো। আমার ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব বিভিন্ন টেকনিক শেখা, রেস করা সবই করেছি বইটি আরও শক্তিশালী করার জন্য। এটা ইনশাআল্লাহ চলমান থাকবে। আর সবচেয়ে বড় কথা আমি যখন বই লিখি তখন সবার কাছে থেকে একটু ডিসকানেক্টড থাকি, আর বেশ পাগলের মতন হয়ে পরি। সেটা এত দিনে বুঝতে পেরেছেন নিশ্চয়।

আসলে আমার এই জার্নি শুরু হয় ৯ এপ্রিল ২০২৫, পরিপূর্ণ ভাবে এবং লেখা শুরু হয় সুদূর কাশ্মীরে বসে। যখন আমি লিখছিলাম তখন আমি ছিলাম এক রুপ কথার রাজ্যে। সময় ২টা ৩২মিনিট থেকে আমি লেখা শুরু করি। আমি অনুভব করলাম ঘোড়ায় উঠা কোনো সাধারণ কাজ না। ছোট বেলার ঘোড়া পালা নিজ বাড়িতে আর এখনকার ঘোড়ায় তাও বিভিন্ন জাত বিভিন্ন গোত্রের ঘোড়াকে বশে আনা বেশ চমৎকার কঠিন কাজ কিন্তু তার মধ্যে আছে অনেক পার্থক্যও। মন স্থির করলাম এই শক্তির সম্পর্কে লিখব না? জানাব না? ঘোড়ায় উঠা শুধু শখ না? তাহলে কি? এটা জানতে হলে বইটি আসা অব্দি অপেক্ষা করতে হবে একটু।

এছাড়াও পাবলিকেশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, রয়েল পাবলিকেশনের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি তারা আমার পান্ডুলিপিটি নিয়ে, পছন্দ করে তাদের নিজ পাবলিকেশন থেকে বইটির বের করবে। এই বছরের জুলাইয়ের শেষের সময় বইটির মোড়ক উন্মোচন হওয়ার সম্ভাবনা করেছে। আমার বইটির ISBN Certificate তারা পাঠিয়ে দিয়েছেন, তাদের কাজের প্রসংশা করে শেষ করতে পারব না, এত দ্রুত গতিতে তারা কাজ সম্পূর্ণ করেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি।

 

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
মানবতাবাদী দার্শনিক মোতাহের হোসেন চৌধুরী
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
১৭ ডিসেম্বর শুরু হবে চলতি বছরের বইমেলা
নীরবতা
নীরবতা