• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাধারণ মুসলমানরা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে : পিনাকী

   ১ জুলাই ২০২৫, ০৮:০৫ পি.এম.

ভিওডি বাংলা ডেস্ক: 

জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘কোনো রাজনৈতিক দল নয়, বাংলাদেশের সাধারণ মুসলমানরা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম এবং সর্বশেষ প্রতিরোধ হয়ে দাঁড়িয়ে থাকবে। আমাদের ভরসা ওইখানেই।’ 

মঙ্গলবার (১ জুলাই) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মুসলমানদের রাজনৈতিক ভয়েস দিন, স্পেইস দিন, বয়ান তৈরিতে সাহায্য করুন, তাদের প্রটেক্ট করুন ইন্টেলেকচুয়ালি, তার বয়ানকে আন্তর্জাতিক ভাষা আর ন্যারেটিভ দিয়ে প্রতিষ্ঠা করতে সাহায্য করুন। আর কিছু লাগবে না। সবাই আত্মসমর্পণ করলেও ওরা অটল দাঁড়িয়ে থাকবে, শেষ শক্তি দিয়ে লড়াই করবে।’ 

তিনি বলেন, ‘আর মনে রাখেন বর্ষা বিপ্লবের মূল মাঠের শক্তি তারাই ছিল। তারা অকাতরে জীবন দিয়েছে, কিন্তু ক্ষমতার কোনো স্টেইক চায়নি। ওরা সেই শক্তি যা আমাদের মহাভারতে বিলীন করার রাজনৈতিক প্রকল্পকে অন্তর দিয়ে, বিশ্বাস দিয়ে, ঈমান দিয়ে রুখে দেবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সাধারণ মুসলমানদের সঙ্গে রাজনৈতিক ঐক্যই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার সুরক্ষা দিতে পারে। জুলাইয়ের প্রথম দিনে আমি তাদের লড়াই, তাদের আত্মত্যাগ, তাদের বিপ্লবী স্পিরিটকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই। লাল সালাম কমরেডস। ইনকিলাব জিন্দাবাদ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ