• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জুলাই মাসেই জাতীয় সনদ তৈরি সম্ভব: ড. আলী রীয়াজ

   ২ জুলাই ২০২৫, ০১:৫৬ পি.এম.
ড. আলী রিয়াজ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সনদ তৈরির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। দেশের সব রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে, তবে চলতি জুলাই মাসের মধ্যেই জাতীয় সনদ প্রণয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২ জুলাই) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় দফার সপ্তম দিনের সংলাপে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

সংলাপে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে ড. আলী রীয়াজ বলেন, দলীয় অবস্থান যতই ভিন্ন থাকুক, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। প্রতিদিন হয়তো প্রত্যাশা মতো অগ্রগতি হচ্ছে না, তবে আমরা ধাপে ধাপে এগোচ্ছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এবং সংস্কারের বিষয়ে তারা অনেক প্রত্যাশা করে। আমরা চাই যত দ্রুত সম্ভব একত্রিত হই ও কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাই।

সংলাপ শুরু হয় জুলাই মাসের অভ্যুত্থানে শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিএনপি, জামায়াতে ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ বিভিন্ন দলের প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

এদিন আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের বিধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, প্রথম দফার আলোচনা শুরু হয়েছিল ২০ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত, মোট ৪৫টি অধিবেশনে। দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে ২ জুলাই থেকে। জাতীয় ঐকমত্য কমিশন জানায়, এই সংলাপগুলো সংস্কার বাস্তবায়নের রূপরেখা নির্ধারণের জন্য আয়োজিত হচ্ছে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ রাজনৈতিক দল দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা এবং উচ্চকক্ষে প্রাপ্ত ভোটের ভিত্তিতে আসন বণ্টনে একমত হয়েছে। তবে কিছু দল এখনো ভিন্নমত প্রকাশ করেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়