• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

আরেক হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান, আনিসুল ও দীপু মনিকে

   ২ জুলাই ২০২৫, ০৪:১০ পি.এম.
সালমান এফ রহমান, আনিসুল হক ও দীপু মনি। ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

এছাড়া রাজধানীর কাফরুল থানায় দায়ের হওয়া একটি হত্যামামলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলমকেও গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মামলার তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে, আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

মোহাম্মদপুর থানার মামলার বিবরণ:

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের কাছে ময়ূর ভিলার সামনে একটি বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন মো. সোহেল রানা (৩৮)। ছাত্র-জনতার সঙ্গে চলমান ওই আন্দোলনে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। হামলার সময় সোহেল রানার উরুতে গুলি লাগে, যা তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে সুস্থ হয়ে উঠে তিনি চলতি বছরের ১১ জুন থানায় মামলা দায়ের করেন।

কাফরুল থানার মামলার বিস্তারিত:

অন্যদিকে, গত বছরের ১৯ জুলাই বিকেলে রাজধানীর কাফরুল থানাধীন বিআরটিএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বন্ধু ও ব্যবসায়ী আহসান হাবীব গত ২৩ ডিসেম্বর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল