• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে : হান্নান মাসউদ

   ২ জুলাই ২০২৫, ১০:৪১ পি.এম.
হান্নান মাসউদ | ছবি : সংগৃহিত

ভিওডি ডেস্ক রিপোর্ট: 

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘হলফ করে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না।’

বুধবার (২ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

আব্দুল হান্নান মাসউদ তার পোস্টে বলেন, ‘এবার আসিফ মাহমুদকে ভিলেন বানানোর ষড়যন্ত্রে নেমেছে। সফল হবেন না, জাস্ট বলে রাখলাম সফল হবেন না।’
তিনি বলেন, ‘সেই যখন আপানার পালিয়ে ছিলেন, তখন থেকেই বারবার মার খেয়েও তিনি অধিকার আদায়ের সংগ্রাম থেকে একমুহূর্তের জন্যও পিছপা হননি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই থেকেও পিছপা হননি।’

তিনি আরও বলেন, ‘এখন শুধু আপনাদের এসব ভণ্ডামি দেখছি, আর ভাবছি। আর কত নিচে নামবেন? শুধু জুলাইয়ের নেতাদের হেয় করতে পারলেই, পুরো অভ্যুত্থান নিয়ে আওয়ামী/ দাদাদের বয়ান প্রতিষ্ঠা করা সহজ হয়। নাচাচ্ছে, আপনারা নাচছেন। লীগও পোস্টাচ্ছে, দাদারাও পোস্টাচ্ছে, আবার দীর্ঘদিনের নির্যাতিতরাও পোস্টাচ্ছে।’ 

আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘মনে হচ্ছে আসিফ মাহমুদ সবচেয়ে বাজে মন্ত্রণালয় চালান, আর প্রচুর ক্ষমতা খাটান। অথচ হলফ খেয়ে বলতে পারি এ দেশ নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের চেয়ে দ্বিতীয় কেউ বেশি ভাবেন না। আজ সরকার থেকে নামলে কাল ঠিকই বুঝতে পারবেন কতটা গুজবে আপনারা নিজেদের শামিল করছেন।’

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ