• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্পপ্রধান

   ৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ পি.এম.
বাংলাদেশ ও তুরস্কের পতাকা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আগামী সপ্তাহে ঢাকা সফরে আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার (প্রেসিডেন্সি অব ডিফেন্স ইন্ডাস্ট্রিজ) প্রধান হালুক গোরগুন।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, সোমবার (৮ জুলাই) তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে হালুক গোরগুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি পৃথক বৈঠকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে মতবিনিময় করবেন।

বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা সরকারের সময় তুরস্কের প্রভাব বাংলাদেশে তুলনামূলকভাবে সীমিত ছিল। তবে বর্তমান রাজনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপটে আঙ্কারা তাদের উপস্থিতি ও প্রভাব বাড়াতে আগ্রহী। অন্যদিকে, বাংলাদেশও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং রপ্তানির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তুলতে চাচ্ছে, যেখানে তুরস্ককে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগী হিসেবে দেখছে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে দুটি প্রতিরক্ষা শিল্পাঞ্চল স্থাপনের পরিকল্পনা নিয়েছে। এসব প্রকল্পে তুরস্কের একাধিক প্রতিরক্ষা ও অ্যারোস্পেস কোম্পানিকে অংশীদার করার সম্ভাবনা রয়েছে। এই উদ্দেশ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সম্প্রতি তুরস্ক সফর করে পাঁচদিনের কর্মসূচি সম্পন্ন করেছেন।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে তুরস্কে অনুষ্ঠিত অ্যান্টালিয়া ডিপ্লোমেসি ফোরামে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, “বাংলাদেশের জন্য একটি নির্ভরযোগ্য অ্যারোস্পেস অংশীদার প্রয়োজন। আর তুরস্কের সঙ্গে সহযোগিতা হলে সেটি দুই দেশের জন্যই লাভজনক হবে।”

ওই সফরেই তিনি তুর্কি অ্যারোস্পেসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহমেত দেমিরোলুর সঙ্গে বৈঠক করেন। আলোচনায় উড়োজাহাজ প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে তুরস্কের সরাসরি প্রতিরক্ষা শিল্প বিনিয়োগ এবং উপস্থিতি শুধু দুই দেশের কৌশলগত অংশীদারিত্বই শক্তিশালী করবে না, বরং বাংলাদেশকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো, প্রযুক্তি হস্তান্তর এবং বৈদেশিক বাজারে প্রতিরক্ষা পণ্যের রপ্তানিতে নতুন দিগন্তের পথে এগিয়ে নিতে সহায়ক হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ