• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এই সরকারের ব্যর্থতার সীমা নেই : মান্না

   ৫ জুলাই ২০২৫, ০২:০৬ পি.এম.
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক

‘এভাবে মব  চলতে থাকলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে’ তা নিয়ে প্রশ্ন ‍তুলেছেন মাহমুদুর রহমান। শনিবার দুপরে এক আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি এই প্রশ্ন তুলেন।

তিনি বলেন, ‘বিগত যে তিনটা নির্বাচন হয়েছে তাতে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই…পৃথিবীর কাছে আমাদের সন্মান নষ্ট হয়েছে। যদি এই সরকার ভালো একটা নির্বাচন করে যেতে পারে, দেশের সন্মান বাঁচবে। কিন্তু কী দেখছি? পাটগ্রামে, বরিশালে যেভাবে মব চলছে, সেটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে?মব ভায়োলেন্সে দেশে যে অবস্থা, সাবেক সিইসি নুরুল হুদাকে পারলে বিচার করে ফাঁসি দেন… তবে আর মব ভালোলেন্স সহ্য করার মতো না।’

সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের প্রসঙ্গ টেনে মাহমুদুর রহমান বলেন, ‘আগে আমি নিয়মিত বৈঠকগুলোতে যেতাম, এখন মনে হয় গিয়ে লাভ নেই। অনেক বিষয়েই এমন মতভেদ তৈরি হয়েছে যে আমি জানি না কীভাবে নিষ্পত্তি হবে? ঐক্যমত্য না হলে প্রফেসর ইউনুস বলেছেন, কিছু চাপিয়ে দেবেন না। তাহলে সংস্কারের হবে কীভাবে? একবছর তো কিছুই করতে পারেননি। বড় দল বা মাঝারি দল আপত্তি করলে সেখানেও যেতে পারেন না। এরকম পরিস্থিতিতে আমার যেটা মনে হয় সবচেয়ে বড় সংস্কার একটা ভালো নির্বাচন।’

সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে নাগরিক ঐক্যের উদ্যোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ কতটুকু সুরক্ষা দেয়’ শীর্ষক এই সেমিনার হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এদেশে মানুষ আর কত জীবন দেবে, আর কত লড়াই করবে? মানুষ প্রাইমারি স্কুল থেকে হাইস্কুলে ওঠে, হাইস্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, ধীরে ধীরে মানুষ উন্নত হয়। ধীরে ধীরে মানুষের পরিবর্তন হয়, ইতিবাচক পরিবর্তন। আমরা বারবার যেন সাপ-লুডুর মতো অনেকদূর আগে যাই আবার সাপে কেটে নিচে চলে আসি, আবার আগানোর চেষ্টা করি এটা গ্রহনযোগ্য নয়। এভাবে আর কতদিন।”

তিনি বলেন, ‘নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশে বলা হয়েছে, অতীতে যারা কিছু অপরাধে শাস্তি পেয়েছিলেন তারা মুক্তি পাবেন, শাস্তি বাতিল হবে। কিন্তু একই সঙ্গে আইনেই আবার এমন ধারা রাখা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে আবার ওই একই অভিযোগে কাউকে গ্রেফতার করা যাবে… শাস্তি দেওয়া যাবে। এর চেয়ে বড় অযৌক্তিকতা আর কী হতে পারে? এটা পরস্পর সাংঘর্ষিক।’

এই আলোচনা সভায় বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ভূঁইয়া, এনসিপির ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়ক আকরাম হুসাইন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভয়েস ফর রিফর্মের সহ-আহ্বায়ক ফাহিম মাশরুর প্রমূখ বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাথে এনসিপির মতবিনিময়
সার্বভৌমত্ব রক্ষায় গণহত্যাকারীদের রুখতে হবে: দুদু
সার্বভৌমত্ব রক্ষায় গণহত্যাকারীদের রুখতে হবে: দুদু