• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ৬ জুলাই ২০২৫, ১২:৫০ পি.এম.
বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদের অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গত এক দশকে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করা হয়েছে এবং বর্তমানে এই দেশে জঙ্গিবাদের কোনো হুমকি নেই।

রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশের কয়েকজন নাগরিকের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততা’র অভিযোগ নিয়ে আলোচনার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে তিনজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে স্পষ্ট বক্তব্য দিয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ার পুলিশ প্রধান যে পাঁচজন বাংলাদেশির ব্যাপারে মন্তব্য করেছেন, তারা এখনো দেশে ফেরত আসেননি। বিষয়টি খতিয়ে দেখতে সরকারি পর্যায়ে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আমরা তদন্ত করে দেখব। তবে আপাতত বলা যায়, বাংলাদেশে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

মালয়েশিয়ার পুলিশের বক্তব্য নিয়ে দৃষ্টিভঙ্গি জানতে চাইলে উপদেষ্টা বলেন, ওই দেশের আইজিপি কী বলেছেন, সেটি আমি নিশ্চিত নই। আমরা সরকারি কোনো বার্তা পাইনি। যেটুকু তথ্য এসেছে, সে অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতায় আমরা জঙ্গিবাদ নির্মূল করেছি। এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। গত ১০ বছরে আপনারা এমন কোনো তথ্য পাননি যা দিয়ে প্রমাণ করা যায় দেশে জঙ্গিবাদ আছে। কারণ, এখন বাংলাদেশে জঙ্গিবাদ নেই।

বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য ‘জঙ্গি তকমা’ ব্যবহার করা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ই ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য: আলী রীয়াজ
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত