• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

মব সহিংসতা রোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ৬ জুলাই ২০২৫, ০৪:২৮ পি.এম.
সাংবাদিকদের উদ্দেশ্যে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

মব সহিংসতার সঙ্গে জড়িত কেউই রেহাই পাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

রোববার (৬ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সদর দপ্তর ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগের তুলনায় দেশে মব সহিংসতার ঘটনা কমলেও কিছু এলাকায় তা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব অপরাধ দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তিনি জানান, রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ পার পাবে না। তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যমের সহায়তায় এখন দ্রুত অপরাধীর তথ্য পাওয়া যাচ্ছে, যা অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিল্প ও কলকারখানার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিক অসন্তোষসহ বিভিন্ন সংকট মোকাবিলায় এ বাহিনী নিরলসভাবে কাজ করছে। তাদের সক্ষমতা বাড়াতে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার দায়িত্ব নয়। নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হবে।’ তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দেন তিনি।

এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ