• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নতুন রাজনৈতিক দল

‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ

   ৬ জুলাই ২০২৫, ০৯:০০ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)। রোববার (৬ জুলাই) রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং ৭ দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা। 

দলটির নেতারা জানায়, মুক্তিযুদ্ধের আদর্শ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রকাশিত বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে।

ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি জানাচ্ছে দলটি, যেখানে নিম্নকক্ষ হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং উচ্চকক্ষ গঠিত হবে পেশাভিত্তিক প্রতিনিধিদের দ্বারা।

তারা আরও জানায়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে ন্যূনতম ৪০ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। দলটি দাবি করে তারা কর্পোরেট কিংবা সামরিক-অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় রাজনীতিতে এসেছে।

খুব শিগগিরই জেলা-উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কাজ শুরু করবে বলেও জানান তারা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
আওয়ামী লীগ নেতা হানিফের বিচারপ্রক্রিয়া শুরু
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
ইনশআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার