• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অজ্ঞাত ছাত্রনেতার বক্তব্যে ইশরাক হোসেনের ক্ষোভ

   ৭ জুলাই ২০২৫, ১১:৩৭ এ.এম.
ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নাম উল্লেখ না করে এক ছাত্রনেতার বিতর্কিত মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন, আন্দোলনের কৃতিত্ব জোর করে নিজের নামে দাবি করা দেউলিয়াপনার রাজনীতি, যা জনগণ কখনোই মেনে নেবে না।

সোমবার (৭ জুলাই) সকালে দেওয়া ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, কোনো একজন ছাত্রনেতা জেলা সফরকালে জনতার সাড়া দেখে উত্তেজনায় ‘১৬ বছরের সঙ্গে ৭ মিনিটের’ এক অশোভন উক্তি করে বসেছেন। অথচ ৫ আগস্টের পর তিনিই সহনশীলতা ও গণতান্ত্রিক সহঅবস্থানের কথা শুনিয়েছেন। এ ধরনের দ্বিমুখী অবস্থান বিপজ্জনক।

তিনি বলেন, ক্ষণে ক্ষণে অবস্থান বদলে নিজের সবচেয়ে বড় সহায়কদের উদ্দেশ্য করে এমন মন্তব্য করা ভুল। মনে রাখতে হবে—আমরা কারও প্রতিপক্ষ নই; বরং এই সহায়ক শক্তির ওপর ভর করেই আন্দোলনের পথ এগিয়েছে।

ইশরাক আরও বলেন, গণঅভ্যুত্থান হয়েছে ‘হাসিনা খেদাও, হাসিনা পতন’-এর একদফা আকাঙ্ক্ষা থেকে। যেভাবে আওয়ামী লীগ ৭১-এর মুক্তিযুদ্ধকে নিজেদের একচেটিয়া সম্পত্তি বানিয়েছিল, এখন কেউ যদি ২০২৪ সালের আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করতে চান, সেটা তরুণ রাজনীতিবিদের জন্য লজ্জার।

তিনি স্পষ্ট করে বলেন, রাজনৈতিক বক্তব্য দিতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু এই বক্তব্য সরাসরি অপমান শহীদদের প্রতি—যারা জীবন দিয়েছেন। আর যারা গুম, খুন, আহত কিংবা পঙ্গু হয়েছেন—তাদের ত্যাগকে খাটো করা চলবে না।

বিএনপির এই নেতা ক্ষোভের সঙ্গে বলেন, ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, পারভেজ, সোহেল, সম্রাট, সুজন, জনি, চঞ্চল, জাকির, বুলবুল, নুরু—তাদের চরম ত্যাগকে অবজ্ঞা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভোলার নূরে আলম, মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের শহীদ শাওনদের পরিবারের কাছেও কি এমন কথা বলা যাবে?

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সব কৃতিত্ব নিজের নামে দাবি করার দেউলিয়াপনার রাজনীতি ইতিমধ্যেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। শহীদ, আহত ও আন্দোলনে অংশ নেওয়া মানুষদের অবমূল্যায়ন করলে জনগণ কাউকে ছাড় দেবে না। ধৈর্যচ্যুতি ঘটলে জনগণ সেই নেতাকে ছুঁড়ে ফেলতেও বিন্দুমাত্র দ্বিধা করবে না।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা চেয়ে একাত্মতা হান্নান মাসউদের
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নিয়ে আজহারির মন্তব্য
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি
আ.লীগ ছাড়া মানুষের অন্য কিছুতে আগ্রহ নেই : রনি