• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ইউনূস সার্কেলের পুনর্বাসন কেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকার: রাশেদ খাঁন

   ৭ জুলাই ২০২৫, ০১:৪৭ পি.এম.
রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তীকালীন সরকারকে ড. মুহাম্মদ ইউনূস সার্কেলের ‘পুনর্বাসন কেন্দ্র’ বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।

সোমবার (৭ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, গণঅভ্যুত্থানে যাঁরা রাজপথে নামেননি, সেই এলিটদের নিয়েই গ্রামীণ বক্স সরকার গঠিত হয়েছে।

রাশেদ খাঁন বলেন, আমি ইউনূস স্যারের কাছ থেকে বড় কিছু প্রত্যাশা করেছিলাম। কিন্তু তিনি আত্মীয়-স্বজন ও এলিটদের বাইরে কাউকে বিশ্বাস করতে পারেননি। শিক্ষা, স্বাস্থ্য খাতে বদলের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। বরং গ্রামীণ ব্যাংকের ম্যানেজার দিয়ে চিকিৎসা খাত সংস্কার করা হচ্ছে, যা হাস্যকর।

তিনি অভিযোগ করেন, ১১ মাসে উপদেষ্টারা কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতা দেখাননি। প্রতি মাসে আর্থিক হিসাব দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও একবারও তা বাস্তবায়ন হয়নি। দলীয়করণ আর আত্মীয়তাবাদ ছাড়া এ সরকার কিছুই উপহার দিতে পারেনি— বলেন রাশেদ খাঁন।

তিনি সতর্ক করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাটক দিয়ে নয়, দক্ষতার মাধ্যমে সামাল দিতে হয়। উপদেষ্টাদের যদি জবাবদিহিতার আওতায় আনা হয়, তাহলে অনেকেই দুর্নীতি দমন কমিশনের দৌড়ের মধ্যে পড়বেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
‘সেরে উঠুন দেশনেত্রী, আপনার প্রতীক্ষায় বাংলাদেশ’
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
সরকার আমাদের প্রতিবাদ কর্ণপাত করছে না : ফরহাদ মজহার
নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ
প্রকৃত ইতিহাস জানার অধিকার নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ অনুজ্জ্বল: সোহেল তাজ