• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উপজেলা পর্যায়ে আদালত স্থাপনে একমত রাজনৈতিক দলগুলো

   ৭ জুলাই ২০২৫, ০৩:২১ পি.এম.
রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন। সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক

পর্যায়ক্রমে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

সংস্কার ইস্যুতে সংলাপের ধারাবাহিকতায় সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে জাতীয় ঐকমত্য কমিশন।

দ্বিতীয় ধাপে দশম দিনের আলোচনায় আলোচ্য বিষয়ের মধ্যে রাখা হয়, উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি অবস্থা ঘোষণা ও নারী প্রতিনিধিত্ব। 
 
আলোচনার প্রথম পর্বে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনের বিষয়ে নানা মতামত থাকলেও এ বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে নীতিগতভাবে একমত হন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

আলোচনায় জামায়াতের প্রতিনিধি হামিদুর রহমান আযাদ প্রতিটি উপজেলায় আদালত স্থাপনের প্রস্তাব দেন। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢালাওভাবে সব উপজেলায় নয়। দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার জট বিবেচনায় উপযুক্ত উপজেলাগুলোতে আদালত বসানো যায়।

এর আগে সূচনা বক্তব্যে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোকে কোনো কিছু চাপিয়ে দেয়া হচ্ছে না। বরং বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর বক্তব্য ধারণ করে সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে।

আলোচনা ইতিবাচক হচ্ছে উল্লেখ করে আলী রীয়াজ বলেন, এ ধারা অব্যাহত রাখতে হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া