• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

কেন্দ্রীয় নেতাকে মারধর, চার নেতাকে বহিষ্কার

   ৭ জুলাই ২০২৫, ০৮:৩৪ পি.এম.
কেন্দ্রীয় নেতাকে মারধর

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনায় ছাত্রদলের চার নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার (৭ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

রোববার (৬ জুলাই) বিকেলে ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজ দেবীগঞ্জ উপজেলার নিজ বাড়ি থেকে বোদা উপজেলার সাকোয়া বাজারে যান সাবেক এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারতের উদ্দেশে। সেখানে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বোদা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলামকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, দলীয়ভাবে তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা সম্পর্ক না রাখার নির্দেশও দেয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ভিডিওতে বহিষ্কৃতদের সরাসরি উপস্থিতি দেখা না গেলেও হামলার ঘটনার পর তাদের বহিষ্কার করা হয়। আমরা এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানাই।

ভুক্তভোগী কেন্দ্রীয় নেতা মাসুদ রানা রিয়াজ বলেন, কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে। আমি এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

অন্যদিকে, বহিষ্কৃত ছাত্রদল নেতা জীবন সরকার বলেন, মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়ায় এসেছেন, তা আমাদের জানা ছিল না। আমরা তার ওপর হামলার সঙ্গে জড়িত নই। কিন্তু হঠাৎ করে বহিষ্কারের সিদ্ধান্তে আমরা হতবাক।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম