• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচনের তারিখ নিয়ে স্পষ্টতা নেই : রুমিন ফারহানা

   ৮ জুলাই ২০২৫, ০৩:৩৯ পি.এম.
রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নতুন সরকার আসার প্রায় দশ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের তারিখ নিয়ে এখনো কোনো স্পষ্টতা নেই। ফলে রাজনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নানান গুজব ছড়াচ্ছে।

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে তিনি বলেন, প্রধান উপদেষ্টা কখনো ডিসেম্বর, কখনো জুন, কখনো এপ্রিল, আবার কখনো ফেব্রুয়ারির কথা বলেছেন। কিন্তু কোনো নির্দিষ্ট তারিখ পাওয়া যায়নি। সিইসির সঙ্গে তার কী আলোচনা হয়েছে তাও জানি না।

তিনি বলেন, দেশের মানুষ আশা করেছিল নির্বাচন নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত আসবে, কিন্তু তা হয়নি। জামায়াতও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছে।

রুমিন ফারহানা বলেন, বিএনপি ছাড়া অন্য দলগুলো প্রায় প্রার্থীতালিকা ঠিক করে ফেলেছে। কিন্তু নতুন করে সংখ্যানুপাতিক পদ্ধতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার, বিচারসহ নানা শর্ত আনা হচ্ছে। এই যদি-কিন্তু কখনো শেষ হচ্ছে না। এতে আমাদের নির্বাচনী প্রস্তুতি ও কৌশল নির্ধারণও ব্যাহত হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী