• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৮৭

জ্যেষ্ঠ প্রতিবেদক    ৯ জুলাই ২০২৫, ০৫:১১ পি.এম.

গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৩৭৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪১৪ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় ৪ রাউন্ড ১২ বোর শটগানের লিট বল কার্তুজ, ১টি পাইপগানের পিস্তল, ৩টি চাপাতি, ২টি চাকু, ১টি দেশে তৈরি এলজি, ১টি পাইপগান, দেশি পিস্তল ১টি, ১ রাউন্ড গুলি, ককটেলসদৃশ বস্তু ৫টি ও ১টি চাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।

ভিওডি বাংলা/এম 

 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন
রাজনৈতিক ভিন্নমত থাকলেও ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই : প্রধান উপদেষ্টা
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই : প্রধান উপদেষ্টা
২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত
২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টিপাত