বাঁশখালী ডিগ্রি কলেজের এডহক কমিটির নির্বাচন অনুষ্ঠিত


বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন জেলা পিপি এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক)
বিগত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের পতন হলে জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি ভেঙ্গে দেয়। পরে এডহক কমিটি গঠনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দেন। ওই নোটিশ মোতাবেক চট্টগ্রাম জেলার বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক আহমদ চট্টগ্রাম জেলা পিপি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) কে সভাপতি করে দেয়ার প্রস্তাব দেন।
তার প্রস্তাব অনুসারে কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক পত্রে তাকে কলেজের সভাপতি নির্বাচিত করে। বিজ্ঞ আইনজীবী এডভোকেট ফাতেমা খানম চৌধুরীকে সদস্য মনোনীত করা হয়েছে। এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক) কে সভাপতি মনোনীত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অত্র কলেজের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
ভিওডি বাংলা/ এমএইচ