• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পরশুরামে বন্যা কবলিত মানুষের মাঝে মজনু’র ত্রাণ সমাগ্রী বিতরণ

ফেনী প্রতিনিধি    ১১ জুলাই ২০২৫, ০৮:৫৮ পি.এম.
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। চবি-ভিওডি বাংলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ফেনী পরশুরামের বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভায় ও আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ এবং নগদ অর্থ বিতরণ করেন ফেনী এক আসন বিএনপির সাংগঠনিক সমন্নয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

শুক্রবার ১১ জুলাই সকাল থেকে পরশুরাম উপজেলার বন্যা কবলিতদের দেখতে গিয়ে আর্থিক অনুদান ও খাবার বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

এদিকে বৃষ্টি ও নদীর পানি কিছুটা কমলেও ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি বরং বেড়েছে ভোগান্তি। পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পানি নামতে শুরু করলেও নতুন করে প্লাবিত হয়েছে ফেনী সদর ও ছাগলনাইয়ার অর্ধশতাধিক গ্রাম। এতে চার উপজেলার লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন।

ফেনী জেলায় স্থাপন করা ৮২টি আশ্রয়কেন্দ্রে সকাল পর্যন্ত প্রায় ৯ হাজার ২০০ জন আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।

এছাড়াও, গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যাকবলিত এলাকা থেকে অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থসহ ১৮ জনকে উদ্ধার করেছে। বন্যার কারণে এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। ফেনী-ফুলগাজী ও ফেনী-ছাগলনাইয়া আঞ্চলিক সড়ক ডুবে থাকায় ছোট যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। 

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত সোমবার থেকে টানা ভারী বর্ষণের ফলে শুক্রবার পর্যন্ত মুহুরি, কহুয়া ও সিলোনীয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২১টি স্থান ভেঙে গেছে। ফলে ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া ও ফেনী সদর উপজেলার শতাধিক গ্রাম পানিতে তলিয়ে যায়। যদিও বুধবার থেকে বৃষ্টিপাত কমে আসায় পরশুরামে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, কিন্তু সেই পানি গড়িয়ে ফুলগাজী হয়ে ছাগলনাইয়া ও ফেনী সদরে প্রবেশ করতে শুরু করে।

জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় ফেনীর চারটি উপজেলা-পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর ও দাগনভূঞার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে। দুর্গতদের সহায়তায় প্রশাসন জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৫৮.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কমতে থাকায় শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে।

ফেনীর জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, “পরশুরামে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুলগাজীতেও কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ছাগলনাইয়ার প্রধান সড়ক দিয়ে বন্যার পানি নতুন নতুন এলাকায় প্রবেশ করায় ফেনী সদরের অনেক গ্রাম এখনো ঝুঁকিতে রয়েছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
দুই দশকে প্রথমবারের মতো গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
জাতীয় নির্বাচনের দিনে আলাদা ব্যালটে গণভোটের পক্ষে বিএনপি
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল
হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল