• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

   ১৩ জুলাই ২০২৫, ০৪:৩২ পি.এম.
কথা বলছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরে হজে বাড়ি ভাড়া কমে যাওয়ায় বেঁচে যাওয়া অর্থ ফেরত পাচ্ছেন সরকারি ব্যবস্থাপনায় হজ করা হাজিরা। একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা এবং সর্বোচ্চ ৫৩ হাজার ৬২৪ টাকা পর্যন্ত ফেরত পাবেন।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছেন ৫ হাজার হাজি। তাদের মধ্যে ৪ হাজার ৯৭৮ জনের কাছ থেকে বাড়ি ভাড়া বাবদ যে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল, সেটি ফেরত দেওয়া হবে।

এই বাবদ মোট ফেরত যাচ্ছে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা।

উপদেষ্টা আরও জানান, মক্কায় বাসা ভাড়ার খরচ কিছুটা কম হওয়ায় এই টাকা ফেরত দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আগামী হজ মৌসুমেও খরচ যৌক্তিকভাবে নির্ধারণের জন্য আগেভাগেই পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া