• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ডাকসু নির্বাচনে জয়-পরাজয় ইস্যুতে মাসুদ কামালের ব্যাখ্যা ডাকসুর সাবেক ভিপি মান্নার সঙ্গে সাদিক ও ফরহাদদের সাক্ষাৎ বিটিভির প্রধান বার্তা সম্পাদক ফরিদুজ্জামানকে ঠাকুরগাঁও উপকেন্দ্রে সংযুক্ত করে অফিস আদেশ ইসির ৬১ কর্মকর্তা বদলি পরিবেশ উপদেষ্টা ও ইউএনসিডিএফ-এর বৈঠক পরাজয় নিশ্চিত জেনেই ছাত্রদলের ভোট বর্জন: ভিপি প্রার্থী আদিব সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ ফারুকের পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ধর্ম উপদেষ্টার সাক্ষাৎ আ.লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস ছাত্রদলকে হারাতে শিবির-ছাত্রলীগ বন্ধুত্বের সম্পর্ক জারি রেখেছে : রিপন

নির্বাচন বানচাল করতেই হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে: দুদু

   ১৪ জুলাই ২০২৫, ০১:১৭ পি.এম.
বক্তব্য দিচ্ছেন শামসুজ্জামান দুদু । ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে যেন গণতন্ত্রের উত্তরণ না হয়; নির্বাচন যেন না হয় তার জন্য মিটফোর্ডের হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি আরো অভিযোগ করেন, চাঁদপুরে মসজিদে ইমামের উপর হামলা, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা সবই  একই উদ্দেশ্যে ঘটানো হচ্ছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ এর উদ্যোগে বিএনপির বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রের প্রতিবাদে এক সভায় তিনি এসব কথা বলেন। 

শামসুজ্জামান দুদু বলেন, মিটফোর্ডে যে মর্মান্তিক ঘটনা ঘটানো হয়েছে তার তীব্র নিন্দা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর কর্তৃপক্ষের কাছে দাবি জানাই অবিলম্বে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। 

তিনি বলেন, যে ছেলেটি নিহত হয়েছে সে যুবদলের কর্মী। তাকে উদ্দেশ্য করে চাঁদাবাজির প্রসঙ্গ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। এই হত্যাকান্ড পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে যাতে বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ না হয়। নির্বাচন যেন না হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি দলের নেতা বলেছে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নাই। যারা নির্বাচন পিছাতে চায় তাদের উদ্দেশ্য গণতন্ত্রের পক্ষে না। 

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, অনেকেই বলে সংস্কার ছাড়া নির্বাচন হলে তারা বাধা দেবে। বাংলাদেশের স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। সেটি যদি না হয় তাহলে যারা বাধা দেবে তাদের নাম ইতিহাসে লেখা থাকতে হবে স্বৈরাচারের দোসর বলে।

তিনি বলেন, বিএনপি'র বিরুদ্ধে যারা কথা বলছেন,শ্লোগান দিচ্ছেন তাদের বলবো বুঝে শুনে কথা বলবেন। এদেশের গণতন্ত্রের জন্য বিএনপির যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই।

 সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন,উন্মুক্ত গণতন্ত্র পরিষদের সভাপতি রমিজ উদ্দিন রুমী সহ প্রমুখ ।

ভিওডি বাংলা/ডিআর


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হামলাকারী চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সরকার: হাসান আল মামুন
হামলাকারী চিহ্নিত হলেও পদক্ষেপ নেয়নি সরকার: হাসান আল মামুন
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে- ডা. জাহিদ
গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ‘দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে- ডা. জাহিদ
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে: তাহের