• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না বিএনপিন্থী আইনজীবীরা

   ১৪ জুলাই ২০২৫, ০৩:২৪ পি.এম.
সাংবাদিক সম্মেলনে কথা বলছেন মো. খোরশেদ আলম । ছবি : সংগৃহীত

আদালত প্রতিবেদক

ঢাকার মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের পক্ষে মামলা পরিচালনা করবে না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিট।

সোমবার (১৪ জুলাই) ঢাকা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো. খোরশেদ আলম। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব নিহার হোসেন ফারুক।

উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলামসহ অন্যান্য সিনিয়র আইনজীবীরা।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, সোহাগ হত্যাকাণ্ড একটি বর্বর, ঘৃণ্য ও নিন্দনীয় ঘটনা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। আমাদের সংগঠনের কোনো সদস্য এই মামলায় আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দাঁড়াবেন না—এটাই আমাদের নীতিগত অবস্থান।

তিনি আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজে দোষীদের স্পষ্টভাবে চিহ্নিত করা গেলেও অজ্ঞাত কারণে দায় চাপানো হচ্ছে বিএনপির ওপর। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেওয়া হচ্ছে। তদন্ত ও প্রমাণ ছাড়াই বিএনপির নাম জড়িয়ে এক ধরনের রাজনৈতিক অপপ্রচার চালানো হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত নানা নির্যাতন ও নিপীড়নের শিকার হলেও বিএনপি নেতৃত্ব ও কর্মীরা দেশপ্রেম ও গণতন্ত্রে বিশ্বাস রেখে ঐক্যবদ্ধ থেকেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে শত বাধা ও নিপীড়নের মধ্যেও আন্দোলন-সংগ্রামে সক্রিয় থেকেছে এই দল।

এ সময় বক্তারা সোহাগ হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের কোনোভাবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল