• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

এসি রুমে বসে রাজনীতি করার সুযোগ আর নেই: হান্নান মাসউদ

   ১৫ জুলাই ২০২৫, ১১:১২ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ছবি : সংগৃহীত

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

রাজনীতি করতে হলে মাঠে নামতে হবে, কাদা-মাটি ও বৃষ্টিকে ভয় করলে চলবে না—এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, ‘উপজেলা সদর ওছখালীতে বসে কিংবা বড় নেতাদের ঘরে গিয়ে হাত-পা ধরে আর রাজনীতি হবে না।’ সোমবার (১৪ জুলাই) নোয়াখালীর হাতিয়ার নলচিরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে এক সভায় তিনি এসব কথা বলেন।

হাতিয়ার নদীভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। মিলাদ ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়।

এ সময় আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘আমি এসেছি মাঠে, জনগণের কাছে। রাজনীতি আর সুবিধাবাদীদের খেলা নয়। যারা বছরের পর বছর কেবল জনগণের কাঁধে ভর করে রাজনীতি করেছেন, তাদের জন্য সময় কঠিন হয়ে আসছে। এখন রাজনীতি করতে হলে মানুষের দরজায় যেতে হবে, নদীর ধারে যেতে হবে। এসি রুমে বসে, কারও বাসায় গিয়ে তোষামোদ করে আর নেতা হওয়া যাবে না।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘রাজনীতি মানে নিজের জন্য সুবিধা নয়। ভূমিহীনদের জমি কেড়ে না নিয়ে তা তাদের ফিরিয়ে দিতে হবে। রাস্তাঘাটের কাজ করলে চাঁদা খাওয়া যাবে না। নদীভাঙন রোধে পরিশ্রম করতে হবে, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াতে হবে।’

সমালোচনামূলক কণ্ঠে তিনি আরও বলেন, ‘আমি হয়তো খুব সুন্দর করে কথা বলতে পারি না, বয়সেও হয়তো তরুণ। কিন্তু আপনারা যারা কথার ফুলঝুরি ছড়ান, গত ৫০ বছরে হাতিয়ার মানুষের জন্য কী করেছেন? এনসিপিকে নিয়ে কটাক্ষ করেন, অথচ এনসিপিই এই এলাকায় ভূমিহীনদের জমি দিয়েছে, রাস্তাঘাট নির্মাণ করেছে, নদী ভাঙন রোধে দিনরাত পরিশ্রম করছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আপনারা আমার বাড়ির সামনে গিয়ে ‘এনসিপি ভুয়া’ বলে স্লোগান দেন। কিন্তু বাস্তবতা হলো, আমরা কাজ করছি আর আপনারা ব্যঙ্গ করছেন। রাজনীতিকে যদি ব্যঙ্গের বস্তু বানান, তাহলে জনগণ আপনাদের প্রত্যাখ্যান করবেই।’

সভায় সভাপতিত্ব করেন হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হান্নান মাসউদের বাবা, বিশিষ্ট আলেম মাওলানা আবদুল মালেক, প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, এনসিপির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে হাতিয়ার উপকূলবর্তী এলাকার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন ও উন্নয়নমূলক কাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এনসিপি নেতা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম