• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

‘জুলাই বিপ্লবের এক বছরেও সরকার আ’লীগ দমনে ব্যর্থ’

   ১৭ জুলাই ২০২৫, ১০:৫১ এ.এম.
বক্তব্য রাখেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান। ছবি : কালবেলা

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি, আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান।

বুধবার (১৬ জুলাই) রাজধানীর পল্টনে জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মীর মুগ্ধসহ সব শহীদের স্মরণসভা এ কথা বলেন তিনি।

স্মরণসভায় জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, জুলাই বিপ্লবের এক বছর পার হলেও খুনি আওয়ামী ফ্যাসিবাদীদের যে দমন করা যায়নি, আজকের গোপালগঞ্জের ঘটনা তাই প্রমাণ করে। আওয়ামী দোসর খুনি সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। অবিলম্বে আবু সাঈদসহ জুলাই আন্দোলনের শহীদদের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের বিচার সম্পন্ন করতে হবে এবং শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের স্লোগান ও বক্তব্য জুলাই বিপ্লবের স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করছে। স্লোগানরতদের ভিডিও দেখে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে জাগপার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, দেশে নতুন করে রাজনৈতিক মতপার্থক্য তৈরি হচ্ছে। এ মতপার্থক্য দূর করে দেশকে স্থিতিশীল করার একমাত্র উপায় দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন। আমরা আশা করি, অন্তর্বর্তীকালীন সরকার তাদের ঘোষিত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে জাতিকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবেন।

জাগপার সাধারণ সম্পাদক জাকির হোসেন রিয়াজের পরিচালনায় স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন-জাগপার সহসভাপতি এম এ ওয়াহাব, ডা. আওলাদ হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান রোকন উদ্দিন হাজারী, পরিবেশবিদ জহিরুল ইসলাম, নগর সভাপতি হোসেন মোবারক, নগর সাধারণ সম্পাদক এম এ শাহিন, যুব জাগপার সভাপতি এম এ নাসিম পাপ্পু, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, রইচ উদ্দিন, এম এ হাশেম প্রমুখ।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
রাজধানী থেকে আ’লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রতিটি প্রাণীরই গুরুত্ব রয়েছে: রুমন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ