• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

নির্বাচন ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী

   ১৭ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.
রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

আসন্ন নির্বাচন নিয়ে দেশে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ভোটের পরিবেশ সৃষ্টির উদ্যোগকে ভিন্ন পথে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ভোটকেন্দ্র আবার ভোটারের পদধ্বনিতে মুখর হবে– এটা জাতি চায়। তার জন্যই সব চেষ্টা চলছে। কিন্তু হঠাৎ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার আলোচনা কেন? সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠছে কেন? নিশ্চয় এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে।

তিনি আরও বলেন, –আমরা সংস্কার দাবি করেছি, যৌক্তিক সময় নির্ধারণের কথা বলেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক থেকে যুক্ত বিবৃতি আসার পরপরই সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। এতে প্রমাণ হয়, কেউ কেউ জনস্বস্তি চায় না।

মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গে রিজভী জানান, ঘটনার পরপরই দলীয়ভাবে নিন্দা জানানো হয়েছে এবং জড়িতদের আজীবন বহিষ্কার করা হয়েছে। তার পরও এ ঘটনায় দলকে দায়ী করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রিজভী আরও বলেন, –নারায়ণগঞ্জ ও কক্সবাজারের গডফাদারদের পক্ষে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ বিএনপির কেউ অন্যায় করলে তাকে শাস্তির মুখোমুখি করা হয়। এটাই হচ্ছে তারেক রহমানের নেতৃত্বের পার্থক্য।

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও প্রচারনার প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, –যিনি দীর্ঘদিন লন্ডনে স্বেচ্ছানির্বাসনে থেকে সরকারের নির্যাতনের শিকার হয়েছেন, তার বিরুদ্ধে কুৎসা রটানো অত্যন্ত দুঃখজনক। খুলনায় এক যুবককে গুলি করে রগ কেটে দেওয়া হলো, কক্সবাজারে আব্দুর রহিমকে জামায়াত হত্যা করল—এসব নিয়ে কোনো কথা বলা হচ্ছে না।

খালেদা জিয়ার বন্দিদশা ও নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, –ছয়-সাত বছর তিনি অন্ধকার প্রকোষ্ঠে নিঃশ্বাস বন্ধ করে ছিলেন। অথচ তাকে নিয়েও কুরুচিপূর্ণ ভাষায় কথা বলা হচ্ছে।

তারেক রহমানকে –সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক– আখ্যা দিয়ে রিজভী বলেন, –তিনি ছয়-সাত বছরের নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছেন।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, সরকারের নির্দেশেই বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতন চলছে এবং এটি নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অংশ। বিএনপি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলেও জানানো হয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম