• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সন্ত্রাসী ভাড়া এনে এনসিপির নেতাদের ওপর হামলা হয়: রিপন

   ১৭ জুলাই ২০২৫, ০৬:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেন, গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলায় কয়েকটি জেলা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে হামলা করা হয়েছে। যারা প্রতিবাদ জানাতে গিয়েছিল, তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে মাদারীপুরের শিবচরের মাদবরেরচর এলাকায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, “আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে গোপালগঞ্জে হানাহানির ঘটনা ঘটিয়েছে। এরমধ্যে দিয়ে জানানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ মরে নাই। ২০৪১ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল। মনে করেছিল তারা মরে নাই। কিন্তু আওয়ামী লীগ মরে ভূত হয়ে গেছে অনেকেই আগেই।”

কেন্দ্রীয় বিএনপির এই নেতা আরও বলেন, “শেখ হাসিনা মনে করেছিল জিন্দেগিতেও তাকে ক্ষমতা ছাড়তে হবে না। এজন্য আইন-আদালত, পুলিশ-প্রশাসন তার কথা মত চলতো। গত ৫ আগস্ট পরিবর্তনের মধ্য দিয়ে দেশ থেকে ফ্যাসিবাদ দুর হয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের পর প্রশাসনের ঘুম ভেঙেছে। আওয়ামী লীগ বিগত দিনে যে অপকর্ম করেছে, তাতে আগামী ৬৩ বছরেও ক্ষমতায় আসার সুযোগ নেই। আওয়ামী লীগের নেতারা কখনই এই ক্ষমতার স্বাদ আর পাবে না।”

মাদারীপুর জেলা বিএনপির সদস্য নাদিরা মিঠু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, বিএনপি সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সৈয়দ সেলিমুজ্জামান সেলিম, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, মাদারীপুর জেলা বিএনপি আহবায়ক এড. জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুসহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম