• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি: প্রধান উপদেষ্টা

   ১৮ জুলাই ২০২৫, ০৭:৩৬ পি.এম.
স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বর্ষাকাল হওয়া সত্ত্বেও বন্যা ও জলাবদ্ধতার মধ্যে উন্নত ও নির্ভরযোগ্য কানেক্টিভিটির প্রয়োজন বেশি। বিশেষত পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকায় ভালো শিক্ষক ও ডাক্তার না থাকার কারণে ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষা সম্প্রসারণ এবং ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি।’

শুক্রবার (১৮ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘ডিজিটাল স্বাস্থ্যসেবা নারীদের প্রেগনেন্সি পিরিয়ডে বিশেষ সহায়ক হবে, কারণ ঘরে বসেই ডাক্তারদের পরামর্শ নেওয়া সম্ভব হবে। প্রবাসী বাংলাদেশিরাও এই সেবার সুবিধা পাবেন, যারা ভাষাগত কারণে চিকিৎসা নিতে পারছেন না।’

বৈঠকে বাংলাদেশে স্টারলিংক সেবা সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত ও দক্ষ প্রচেষ্টার প্রশংসা করেন।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি, কিন্তু এত দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দক্ষতা আগে দেখিনি। স্পেসএক্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অপেক্ষায় রয়েছি।’

লরেন ড্রেয়ার অধ্যাপক ইউনূসের উদ্যোগ ও দুর্নীতির বিরুদ্ধে প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘আপনার তৈরি দৃষ্টান্ত অন্য দেশেও অনুসরণীয় হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও সুশাসন নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।’

বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিশেষ সহকারী, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যানসহ অন্যান্য উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া