• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

   ১৯ জুলাই ২০২৫, ০২:০৯ পি.এম.
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী । ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত নিয়ে সৃষ্টি হওয়া বিতর্কের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তদন্তের স্বার্থে প্রয়োজনে কবর থেকে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। তিনি আরও বলেন, সরকার কোনো অনিয়ম বা গোপনীয়তা সহ্য করবে না।

শনিবার (১৯ জুলাই) শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, -যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত না করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং বিভিন্ন মহলে যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট বার্তা দেন তিনি। বলেন, -সরকার কোনো ধরনের অনিয়ম বা গোপনীয়তা প্রশ্রয় দেবে না। যা যা করণীয়, সবই তদন্তসাপেক্ষে করা হবে। ময়নাতদন্ত ছাড়াও তদন্তের স্বার্থে যদি অন্য কোনো পদক্ষেপ নেওয়া দরকার হয়, তাও বিবেচনায় আনা হবে।

এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার দিকেও গুরুত্বারোপ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
কৃষি খাত দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ফরিদা আখতার
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া
‘না’ ভোটে বিশেষজ্ঞদের মিশ্র প্রতিক্রিয়া