• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জামায়াতের সমাবেশ শুরু

   ১৯ জুলাই ২০২৫, ০২:২৬ পি.এম.
জামায়াতের সমাবেশে বিপুল জমায়েত। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

শনিবার (১৯ জুলাই)  দুপুর ২টা ৪ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হয়।

দীর্ঘদিন পর প্রকাশ্য ময়দানে বৃহৎ জনসমাবেশে অংশ নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এই জাতীয় সমাবেশে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

দুপুর ১২টা ১৫ মিনিটে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সমাবেশস্থলে এসে পৌঁছান। এর আগেই সকাল ৯টা ২৫ মিনিটে উপস্থিত হন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমাবেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের সার্বিক অবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরা হবে।

সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি: তারেক রহমান
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
নির্বাচন কমিশন জুলাই অভ্যুত্থান ও প্রতারণার সঙ্গে যুক্ত: সারজিস
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত