• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি বিএন‌পি ও এবি পা‌র্টি

   ১৯ জুলাই ২০২৫, ০৭:০৩ পি.এম.
বিএন‌পি, এবি পা‌র্টির লোগো

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে ‘ফ্যাসিবাদবিরোধী’ হিসেবে পরিচিত বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানালেও দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপিকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমন্ত্রিত দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি অনানুষ্ঠানিক পিআরপন্থী দল। তবে দলত্যাগী সাবেক জামায়াত নেতাদের গঠিত এবি পার্টিকেও আমন্ত্রণ জানায়নি দলটি।

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, যেসব রাজনৈতিক দল আনুপাতিক প্রতিনিধি নির্বাচন পদ্ধতির (পিআর) পক্ষে অবস্থান নিয়েছে, কেবলমাত্র সেসব দলকেই সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপিকে আমন্ত্রণ না জানানোর বিষয়ে জামায়াতের আরেক সিনিয়র নেতা বলেন, –এই সমাবেশের মূল বক্তব্যই পিআর পদ্ধতির পক্ষে। অথচ বিএনপি এই ব্যবস্থার ঘোরতর বিরোধী। আমন্ত্রণ জানালে দুপক্ষের জন্যই বিষয়টি বিব্রতকর হতো, তাই বিএনপিকে ডাকা হয়নি।

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পক্ষে অবস্থান নেওয়ায় এবং দলীয় সমালোচনার কারণে বহিষ্কৃত সাবেক শিবির সভাপতি মজিবুর রহমান মঞ্জু গঠন করেন এবি পার্টি। দলটি আনুষ্ঠানিকভাবে পিআর পদ্ধতির পক্ষে থাকলেও এবি পার্টিকেও সমাবেশে ডাকা হয়নি।

এ বিষয়ে জামায়াতের এক নেতা বলেন, –মজিবুর রহমান মঞ্জুর বিরুদ্ধে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ আছে। তিনি প্রায়ই জামায়াত ও শিবিরের সমালোচনা করে থাকেন। সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ পেলে নেতাকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিতে পারত, সেই ঝুঁকি এড়াতেই এবি পার্টিকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএনপি-জামায়াত জোট ১৯৯৯ সাল থেকে প্রায় দুই দশক একসঙ্গে রাজনীতি করেছে। একসঙ্গে সরকারও চালিয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে সমঝোতার মাধ্যমে দুই দলের রাজনৈতিক জোট ভেঙে যায়। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর বিএনপির যুগপৎ আন্দোলন থেকেও জামায়াত আলাদা হয়ে যায়। যদিও জুলাই মাসের অভ্যুত্থানে উভয় দল অংশ নেয়, তবে ৫ আগস্টের পর জামায়াত বিএনপির প্রধান নির্বাচনী প্রতিযোগী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যদিও দুই দলের অনেক নেতা এখনও একে অপরের কর্মসূচিতে উপস্থিতি জানিয়ে যাচ্ছেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
সাবেক রাষ্ট্রপতি ডা. বি. চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় দেরি হলে দেশের সংকট গভীর হবে: আবদু সালাম