• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

সোহাগ হত্যাকাণ্ডে আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

   ১৯ জুলাই ২০২৫, ০৮:৫০ পি.এম.
নিহত সোহাগ (বায়ে), নৃশংস হত্যার দৃশ্য (ডানে)। ছবি : সংগৃহীত

আদালাত প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় এক আসামি সজীব বেপারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার (১৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর আদালত সজীবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই দিনে রিমান্ড শেষে সজীবের ভাই রাজিব বেপারীকেও কারাগারে পাঠানো হয়েছে। তারা দুজনেই পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির হন। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান আদালতে তাদের হাজির করেন।

এ নিয়ে মামলায় চারজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এর আগে ১৭ জুলাই মোহাম্মদ এহসানুল ইসলাম, মো. মনিরুল ইসলাম ও আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ আদালতে জবানবন্দি দেন।

এছাড়া তারেক রহমান রবিন নামের এক আসামি একই ঘটনার অস্ত্র মামলায় আগেই জবানবন্দি দিয়েছেন। বর্তমানে তিনি হত্যা মামলায় রিমান্ডে রয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন মো. নান্নু কাজী, মো. রিজওয়ান উদ্দিন ওরফে অভিজিৎ বসু এবং মাহমুদুল হাসান মাহিন—যারা রিমান্ডে আছেন।

উল্লেখ্য, ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে দিবালোকে নির্মমভাবে খুন হন লাল চাঁদ ওরফে সোহাগ। তাকে ডেকে নিয়ে পিটিয়ে, ইট-পাটকেল দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে বিবস্ত্র করে তার শরীরের ওপর লাফালাফি করা হয়। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ, এজাহার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় হত্যাকাণ্ডের এমন বিবরণ উঠে এসেছে।

পরদিন ১০ জুলাই নিহতের বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরেই রজনী ঘোষ লেনে ভাঙারির ব্যবসা করতেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল