কুড়িগ্রামে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান মামুনুল হকের


কুড়িগ্রাম প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, -আমরা রাজনৈতিক প্রতিযোগিতা করব, কিন্তু সেই প্রতিযোগিতা যেন কখনোই হানাহানিতে পরিণত না হয়।
শনিবার (১৯ জুলাই) বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে খেলাফত মজলিস কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, -বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় আমরা নির্যাতিত হয়েছি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে এখন ভ্রাতৃঘাতী লড়াই পরিহার করতে হবে।
বিএনপি, জামায়াত, এনসিপিসহ সব বিরোধী রাজনৈতিক শক্তির উদ্দেশে মামুনুল হক বলেন, -ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমাদের সরকারবিরোধী আন্দোলন এগিয়ে নিতে হবে। নিজেদের ভেতরের বিভাজন কিংবা ভুলের কারণে যেন আওয়ামী অপশক্তি আবার রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
সভায় সভাপতিত্ব করেন মুফতী ইব্রাহীম খলিল নোমানী। বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতী শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।
জনসভায় জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।
ভিওডি বাংলা/ডিআর