• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন প্রক্রিয়া তরান্বিত করতে বলেছে বিএনপি

   ২৩ জুলাই ২০২৫, ০৩:৩১ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রধান উপদেষ্টাকে নির্বাচন প্রক্রিয়া ত্বরান্বিত করতে বলেছে । একইসঙ্গে দলের পক্ষ থেকে সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

বুধবার (২৪ জুলাই) গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা বলছি। একইসঙ্গে আমরা নির্বাচন প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কথা বলেছি। আমরা আশা করি ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে যে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার সেটা তারা বাস্তবায়নে কাজ করবে।’

তিনি বলেন, ‘ঘোষণা দেয়ার পর যাতে এ নিয়ে কোনো অস্পষ্টতা না থাকে সেকথা আমরা বলেছি। প্রধান উপদেষ্টা বলেছেন তিনি সে ব্যবস্থা নেবেন।’ প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতবিনিময় ঘনঘন করা হলে দেশের উদ্ভুত সমস্যা এত তৈরি হবে না বলেও মনে করেন বিএনপি মহাসচিব। 

মির্জা ফখরুল বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার তো অন্তর্বর্তীকালীন। এটা তো কোনো রাজনৈতিক সরকার না। তাই তাদের তো কিছু দুর্বলতা থাকবেই।’

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল সভাপতি মৃগেন হাগিদের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলবৈঠকে অংশ নেন। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন: তারেক রহমান
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
ইসলামী আন্দোলনের কার্যালয়ে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু
সকল ষড়যন্ত্র রুখতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে : টিপু