এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব : আখতার হোসেন


রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথা চিন্তা করে একমত হলে এ মাসেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
বুধবার (২৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
আখতার বলেন, শুধু নির্বাচন কমিশন নয়, অন্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগের প্রক্রিয়াও সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তিনি বলেন, মৌলিক সংস্কারের ক্ষেত্রে যদি রাজনৈতিক দলগুলো দেশের মানুষের কথা চিন্তা করে একমত হন, তবে এ মাসের মধ্যেই জুলাই সনদ স্বাক্ষর করা সম্ভব।’
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, নির্বাচন কমিশনের নিয়োগ প্রক্রিয়া আগে আইন দ্বারা নিয়ন্ত্রিত ছিল, এবার সংবিধানে অন্তর্ভুক্ত হলো। এ বিষয়ে সব দল যতটুকুতে ঐকমত্য হয়েছে, তা নিয়েই আমরা সন্তুষ্ট থেকেছি।
ভিওডি বাংলা/এম